ই মেইল কী? What is email and explain?
ই-মেইল (e-mail) কী ? What is email and explain?
ই-মেইল (e-mail): ই-মেইল বা ইলেক্ট্রনিক
মেইল হলো ইন্টারনেট ভিত্তিক ডাক ব্যবস্থা যার মাধ্যমে অনলাইনের সাহায্যে বিভিন্ন বার্তা
বা বিভিন্ন তথ্য দ্রুত এক কম্পিউটার বা কোন ডিজিটাল ডিভাইস থেকে অন্য কম্পিউটারে বা
ডিজিটাল ডিভাইসে প্রেরণ করা যায়।
What is email |
শুরুতেই যদিও এটি টেক্সট বেসড কমিউনিকেশন সিস্টেম ছিল কিন্তু প্রযুক্তির আধুনিকায়নের ফলে আজ এর মাধ্যমে এটাচমেন্ট হিসেবে বিভিন্ন ফরমেটের ফাইল, ছবি কিংবা চলমান ভিডিও পাঠানো সম্ভব। এক কথায় বলতে গেলে এটি এমন একটি দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে নিমিষেই পাঠানো সম্ভব যে কোনো ধরণের তথ্য।
ব্যাখ্যাঃ ই-মেইলের
সাহায্যে দ্রুত পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করা যায়। ই-মেইলের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য
একজন ব্যবহারকারীকে প্রথমে একটি ই-মেইল একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হবে। প্রতিটি ই-মেইল
ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি ডোমেইন
নেম। দুঅংশের মাঝে @ (at the rate) দ্বারা পৃথক করা হয়। পরিচিত অংশ আলফাবেটিক
বা আলফানিউমেরিক হতে পারে। যেমন harun_73@gmail.com এখানে harun_73 হলো ব্যবহারকারীর পরিচিতি এবং gmail.com হলো ডোমেইন নেম। বিনামূল্যে ই-মেইল
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হল gmail.com, yahoo.com ইত্যাদি।
ই-মেইলের সুবিধা
ই-মেইল ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। সুবিধা গুলি হলো –
- খরচ তুলনামূলক অনেক কম।
- সহজে ব্যবহার করা যায়।
- স্বল্প সময়ে পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠানো যায়।
- এর সাথে লেখা, অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি পাঠানো যায়।
- অনেকের কাছে একসাথে এবং একবারে পাঠানো যায় ।
- কম খরচে যেকোনো প্রোডাক্ট মার্কেটিং করা যায় ইত্যাদি ।
- ফোন কলের চেয়ে সস্তা হওয়ায় খুব জনপ্রিয়।
পাঠগুলো দেখুন
No comments
Don't share any link